সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলায় চলনবিল অবস্থিত। তবে মুল চলনবিলের সৈন্দর্য্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায়। সিরাজগঞ্জ রোড থেকে রাজশাহী রোডে যাওয়ার সময় রাস্তার দুই ধারে চলনবিলের সৈন্দর্য্য দেখতে পাবেন।