গোবিন্দ মন্দির বা রাধা গোবিন্দ মন্দির বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় অবস্থিত। এই মন্দিরের স্থাপত্যশৈলী এবং সৌন্দর্য অসাধারণ। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মন্দির। মন্দিরটি আজও সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা ও দেশি- বিদেশি পর্যটকদের পদচারণয় মুখরিত।
তাড়াশের জমিদার বনওয়ারী লাল রায় বাহাদুর ১১০৫ বঙ্গাব্দে এই মন্দিরটি তৈরি করেন। মন্দিরটি চারকোণীয় ও দ্বিতল । মন্দিরটি গড়ে উঠেছে দুই একর ছয় শতক জায়গা নিয়ে। এর দৈর্ঘ্য প্রায় ৩০০ ফুট, প্রস্থ প্রায় ১৮০ ফুট, উচ্চতা প্রায় ৬০ ফুট। মন্দিরের ভেতরে কারুকার্য করা ২৫টি গোলাকার স্তম্ভ আছে।মন্দিরের পূজার বেদী কালো পাথর দিয়ে তৈরি ।
মন্দিরে রাধা-গোবিন্দ, বাসুদেব, গৌর-নিতাই ও নারায়ণ শিলা মূর্তি আছে। মন্দিরে নিত্য পূজা দিতে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। মন্দিরে ঝুলন পূর্ণিমা, দুগ্ধ জলস্নান উৎসব, দূর্গাপূজা, অন্নকূট বা গোবর্ধন পূজা , অষ্টপ্রহর নামকীর্তন, গোষ্ঠ যাত্রা, লক্ষ্মী ও সরস্বতী পূজা ইত্যাদি হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এই মন্দিরে আসে।